প্রতিবেদক, মুজিবনগর: মুজিবনগরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান (অনুর্ধ্ব-১৭) গোল্ডকাপ জাতীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিকেল চারটায় মুজিবনগর উপজেলা প্রশাসনের আয়োজনে মুজিবনগর কমপ্লেক্স খেলার মাঠে মহাজনপুর ইউনিয়ন একাদশ ও মোনাখালী ইউনিয়ন একাদশের মধ্যে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। উক্ত খেলায় মহাজনপুর ইউনিয়ন মোনাখালী ইউনিয়নকে ২-০ গোলে পরাজিত করে। মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সুজন সরকার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলার উদ্বোধন করেন।
এসময় উপস্থিত ছিলেন মোনাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মফিজুর রহমান মফিজ, মহাজনপুর ইউপির প্যানেল চেয়ারম্যান ময়নউদ্দীন (ময়না) প্রমুখ। বিজয়ী দলের লিংকন ১টি ও নাইম ১টি গোল করে। খেলায় গাফ্ফার ম্যান অব দ্য ম্যাচ, সেরা গোলদাতা সাব্বির ও হাসিবুল সেরা গোলকিপার নির্বাচিত হন। খেলাটি পরিচালনা করনে রেফারি ফারা হোসেন লিটন। তাঁকে সহযোগিতা করেন আব্বাস ও মাহাবুব। ধারাভাষ্যে ছিলেন শিশির।