মুজিবনগরে প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা সম্পন্ন

প্রতিবেদক, মুজিবনগর:
মেহেরপুরের মুজিবনগর উপজেলা পর্যায়ের জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা-২০২৩ সম্পন্ন হয়েছে। গতকাল বৃহস্পতিবার দিনব্যাপী মুজিবনগর উপজেলা পরিষদ চত্বর ও শহিদ মিনার চত্বরে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতায় বালক ও বালিকাদের ৫৪টি ইভেন্ট খেলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান জিয়াউদ্দীন বিশ্বাস। এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, শিক্ষা অফিসার আলাউদ্দীন, বাগোয়ান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আয়ূব হোসেনসহ বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকবৃন্দ।