
মুজিবনগর অফিস: বহস্পতিবার মেহেরপুর মুজিবনগর উপজেলা পরিষদ চত্তরে কৃষি সম্প্রাসারন অধিদপ্তরের উদ্যোগে মুজিবনগর উপজেলা কৃষি অফিসের আয়োজনে মুজিবনগর উপজেলার চাষী পর্যায়ে উন্নমানের ধান বীজ উৎপাদন,সংরক্ষন ও বিতরন প্রকল্পের আওতায় ৪৮ জন প্রদশর্নী ভুক্ত কৃষকদের মাঝে বিভিন্ন প্রকারের রাসায়নিক সার বিতরন করা হয়েছে। উপজেলা কৃষি অফিসার মোফাক্খারুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার হেমায়েত উদ্দীন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারন অফিসার মুশফিকা সুলতানা সহ বিভিন্ন ব্লকের উপসহকারী কৃষি অফিসার বৃন্দ। উপজেলা কৃষি অফিসার মোফাক্খারুল ইসলাম জানান ইতি মধ্যে এ সকল চাষীদের ধান বীজ উৎপাদনের আধুনিক কলাকৌশল সম্পর্কে প্রশিক্ষন দেয়া হয়েছিল এবং ১০ কেজি করে উফশী জাতের ভিত্তি বীজ সরবাহ করা হয়েছিল। এ সময় মুজিবনগর উপজেলা চাষীদের মাঝে প্রতি ১ একর আয়তনের প্রদর্শীর জন্য একেক জন কৃষক ৩০ কেজি টি এস পি, ৩০ কেজি এম ও পি, ১৮ কেজি জিপসাম এবং ১ কেজি করে দস্তা সার পেয়েছে। এছাড়া উত্তম কৃষি ব্যবস্থাপনার মাধ্যমে নিরাপদ ফসল উৎপাদন প্রকল্পের আওতায় ৭ জন কৃষকের মাঝে মোট ৩৭০ কেজি ইউরিয়া, ৩৭০ কেজি টি এস পি, ৩৫০ কেজি এম ও পি, ৪৩০ কেজি জিপসাম, ৩৮ কেজি দস্তা সার এবং ২৩ কেজি ভার্মি কম্পোষ্ট বিতরন করা হয়েছে। ২য় শষ্য বহুমুখী করন প্রকল্পের আওতায় ১১ জন কৃষকের মাঝে মোট ৯১ কেজি ইউরিয়া, ১১০ কেজি টি এস পি, ৮৬ কেজি এম ও পি, ৭৪ কেজি জিপসাম, ৯ কেজি দস্তা এবং ৫৫০ কেজি ভার্মি কম্পোষ্ট সার বিতরন করা হয়েছে।