চুয়াডাঙ্গা সোমবার , ২৬ সেপ্টেম্বর ২০২২

মুজিবনগরে পুলিশের ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

নিউজ রুমঃ
সেপ্টেম্বর ২৬, ২০২২ ৯:০৭ পূর্বাহ্ণ
Link Copied!

প্রতিবেদক, মুজিবনগর: মেহেরপুরের মুজিবনগরে পুলিশের ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বেলা সাড়ে ১১টায় মুজিবনগর থানা চত্বরে এ ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়। মুজিবনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী রাসেলের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. রাফিউল আলম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মুজিবনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম তোতা ও সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ। মুজিবনগর থানার ওসি (তদন্ত) আব্দুল আলিমের সঞ্চালনায় ওপেন হাউজ ডে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন মহাজনপুর ইউপি চেয়ারম্যান আমাম হোসেন, বাগোয়ান ইউপি চেয়ারম্যান আয়ূব হোসেন, দারিয়াপুর ইউপি চেয়ারম্যান এস এম মাহাবুব আলম, মোনাখালী ইউপি চেয়ারম্যান মফিজুর রহমান, মুজিবনগর প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব ওমর ফারুক প্রমুখ।

এছাড়াও এই ওপেন হাউস ডে অনুষ্ঠানে সাধারণ জনগণের কাছে পুলিশি সেবার নানামুখী সমস্যার কথা শোনেন অতিথিবৃন্দ। পরে সেগুলোর সমাধানের ব্যাখ্যা দেন পুলিশ সুপার এবং পুলিশের সাথে ঘটে যাওয়া সমস্যগুলো আর যাতে না ঘটে, সে ব্যাপারে আশ্বস্ত করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।