মুজিবনগর প্রতিনিধি: পাঁচ বোতল ফেনসিডিলসহ আরাফাত হোসেনে (১৯) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে মেহেরপুরের মুজিবনগর থানা পুলিশ। গত শনিবার বিকেলের দিকে জয়পুর গ্রামের থেকে তাকে আটক করা হয়। সে জয়পুর গ্রামের কামালউদ্দিনের ছেলে। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গত শনিবার বিকেলে জয়পুর তারানগর তিন রাস্তার মোড়ে এসআই ইয়ামিন সঙ্গীয় এএসআই বিপ্লব হোসেন অভিযান চালায়। এ সময় আরাফাত হোসেনের কাছ থেকে ৫বোতল ফেনসিডিলসহ আটক করে পুলিশ। আরাফাত হোসেনের নামে মুজিবনগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলাসহ গতকাল আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানান মুজিবনগর থানা ইনচার্জ।
দৈনিক সময়ের সমীকরণ সংবিধান, আইন ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো মন্তব্য না করার জন্য পাঠকদের বিশেষভাবে অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য অপসারণ করার ক্ষমতা রাখে।