সমীকরণ প্রতিবেদক: মুজিবনগরে নারীদের স্বাবলম্বী করতে ১৫ জন নারীকে কম্প্যাশন ইন্টারন্যাশনাল বাংলাদেশের আর্থিক সহযোগিতায় সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার সকালে রতনপুরে মধ্যে ও দক্ষিণ বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্পের সেমিনার কক্ষে এ সেলাই মেশিন বিতরণ করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রকল্পের সভাপতি রেফারেন্স লরেন্স মৃত্যুঞ্জয় মণ্ডল।
প্রধান অতিথি ছিলেন বাগোয়ান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আইয়ুব হোসেন। বিশেষ অতিথি ছিলেন বাগোয়ান ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের মেম্বার বাবুল মল্লিক, পুরোহিত রেভা: কর্নেলিয়াস মন্ডল, প্রকল্প ব্যবস্থাপক জেমস প্রবীর সরকার, প্রকল্প কমিটির সদস্য অসিত মল্লিক ও মাধবী মন্ডল।
দৈনিক সময়ের সমীকরণ সংবিধান, আইন ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো মন্তব্য না করার জন্য পাঠকদের বিশেষভাবে অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য অপসারণ করার ক্ষমতা রাখে।