প্রতিবেদক, মুজিবনগর:
মেহেরপুরের মুজিবনগর থানা পুলিশের অভিযানে নগদ টাকা, জুয়ার সরঞ্জামসহ তিন জুয়াড়ী আটক হয়েছেন। আটককৃতরা হলেন- মুজিবনগর উপজেলার মোনাখালী ইউনিয়নের রশিকপুর গ্রামের কিয়ামুদ্দিনের ছেলে মুজিদুল শেখ (৪০), সার্থক গাইনের ছেলে শাহীন গাইন (৩৮) ও তাহাজুদ্দিন মোল্লার ছেলে আকামুল মোল্লা (৩৫)। গত সোমবার দিবাগত রাতে পুলিশ তাঁদের আটক করে থানায় নেয়।
গতকাল মঙ্গলবার দুপুরে মুজিবনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হাশেম এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, গোপন সংবাদের ভিত্তিতে মেহেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) অপু সরোয়ারের নেতৃত্বে মুজিবনগর থানা পুলিশের একটি দল রশিকপুর গ্রামের ইবাদুল শেখের বাড়ির পাশের একটি টিনের ঘরে হানা দিয়ে তাঁদের আটক করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে ২-৩ জন জুয়াড়ী পালিয়ে যান। এসময় ঘটনাস্থল থেকে নগদ ৬ হাজার ১ শ ৬৬ টাকা, ৩টি মোবাইল ফোন ও একজোড়া তাসসেট উদ্ধার করে। মুজিবনগর থানায় মামলা শেষে আজই তাঁদের মেহেরপুর আদালতে পাঠানো হবে।
