মুজিবনগরে দৈনিক জবাবদিহি পত্রিকার ৬ষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী উদ্যাপন

প্রতিবেদক, বারাদী:
ইতিহাস ও ঐতিহ্যের স্মৃতি গাঁথা বাংলাদেশের প্রথম অস্থায়ী রাজধানী মুজিবনগরে নানা আয়োজনের মধ্যদিয়ে উদ্যাপিত হয়েছে দৈনিক জবাবদিহি পত্রিকার ৬ষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী। গতকাল শুক্রবার দিনব্যাপী মুজিবনগর অডিটোরিয়ামে এ বর্ষপূর্তি উদ্যাপন করা হয়। দৈনিক জবাবদিহি পত্রিকার সারাদেশের সকল প্রতিনিধি ও বিভিন্ন খ্যাতনামা পত্রিকার সম্পাদক ও প্রকাশকরা এ অনুষ্ঠানে অংশ নেন। মুজিবনগর পর্যটন মোটেলে অতিথিদের আপ্যায়নে পিঠা-পুলি ও বিভিন্ন স্টল দেওয়া হয়। দুপুরে মধ্যাহ্নভোজ শেষে অডিটোরিয়ামে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জবাবদিহি পত্রিকার প্রকাশক ও সম্পাদক আক্তার হোসেন রিণ্টুর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন মেহেরপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. ইব্রাহিম শাহীন। বিশেষ অতিথি ছিলেন দৈনিক জবাবদিহি পত্রিকার নির্বাহী সম্পাদক তৌহিদুল রহমান, বাংলাদেশ প্রতিদিন পত্রিকার জিএম বেলাল হোসেন মন্টু, বাংলাদেশ হকার্স বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি আব্দুল মান্নান, বাংলাদেশ ক্রাইম রিপোর্টার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আল মামুন, খুলনা মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবু তাহের। আরও উপস্থিত ছিলেন দৈনিক জবাবদিহি’র জেলা প্রতিনিধি সিরাজ উদ দৌলা পাভেল, গাংনী প্রতিনিধি শাহীন এ সিদ্দিকী, বারাদী প্রতিনিধি এসআই বাবুসহ মেহেরপুর প্রেস ক্লাব ও মেহেরপুর জেলা প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ ও সুধীজন।