
প্রতিবেদক, মুজিবনগর:
মেহেরপুরের মুজিবনগরে অভিযান চালিয়েছে জেলা ট্রাফিক পুলিশ। গতকাল শনিবার উপজেলার কেদারগঞ্জ বাজারে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে অবৈধ যান চলাচল, মোটরসাইকেলের বৈধ কাগজপত্র যাচাই, ড্রাইভিং লাইসেন্স ও হেলমেট ব্যবহার না করাসহ বিভিন্ন অপরাধে সাতজন মোটরসাইকেল চালকের বিরুদ্ধে মামলাসহ ২৪টি মোটরসাইকেল আটক করা হয়। অভিযান পরিচালনা করেন মেহেরপুর জেলা ট্রাফিক পুলিশের টিএসআই সুলতান, মোকারম, এটিএসআই সুমন ও হালিমসহ সঙ্গীয় টিম। টিএসআই সুলতান জানান, সড়কের শৃঙ্খলা বজায় রাখা এবং আইনের যথাযথ প্রয়োগের লক্ষে সকাল থেকে দুপুর পর্যন্ত অভিযান চালানো হয়। অভিযান দেড় শতাধিক মোটরসাইকেল চেকিং করা হয়। এসময় ৭টি মামলাসহ ২৪টি মোটরসাইকেল আটক করা হয়।