
প্রতিবেদক, মুজিবনগর:
মুজিবনগর উপজেলার বাগোয়ান ইউনিয়নের আনন্দবাস গ্রামে ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে শিশু ইব্রাহিম নিহতের ঘটনায় প্রতিবাদ মিছিল ও মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার দুপুরে আনন্দবাস যুব সংঘের আয়োজনে ৩ নম্বর বাগোয়ান ইউনিয়ন পরিষদের সামনের সড়কে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এসময় সাত দফা দাবি তুলে ধরে বক্তব্য দেন নুরুজ্জামান নাহিদ।
দাবিগুলো হলো— ইব্রাহিম হত্যার বিচার, ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার নিশ্চিত, পথচারী পথ তৈরি, যানবাহনের গাড়ির গতি কমানো, অদম্য চালক সাবধান হুশিয়ার, নেশাখোর চালক হুশিয়ার সাবধান এবং ইট, বালি ও কাটবাহী ট্রাক্টর ট্রলি রাত আটটা থেকে ভোর পাঁচটার পর গ্রামের রাস্তায় চলাচল বন্ধ করা। এছাড়াও মানববন্ধনে শিশু ইব্রাহিম নিহতের ঘটনায় দোষীদের গ্রেপ্তার করা না হলে বৃহৎ কর্মসূচির ঘোষণা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।
মানববন্ধনে আরও বক্তব্য দেন আনন্দবাস যুব সংঘের সহসভাপতি লালচাঁদ, আনন্দবাস মন্ডলপাড়া জামে মসজিদের ইমাম মাওলানা আমিনুল ইসলাম, নিহত শিশু ইব্রাহিমের পিতা খাইরুল ইসলামসহ গ্রামবাসী। মানববন্ধন শেষে ইব্রাহিমের আত্মার মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়। এরপর নিরাপদ সড়ক ও ইব্রাহিম হত্যার বিচারের দাবিতে একটি প্রতিবাদ মিছিল বের করে।
উল্লেখ্য, গত ২৮শে মার্চ মঙ্গলবার আনন্দবাস গ্রামে মাটিবহনকারী অবৈধ ট্রাক্টর ট্রলির চাকায় পিষ্ট হয়ে ১২ বছর বয়সী ইব্রাহিমের মৃত্যু হয়। সে মুজিবনগর উপজেলার আনন্দবাস গ্রামের মন্ডলপাড়ার খাইরুল ইসলামের ছেলে। ইব্রাহিম আনন্দবাস প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণিতে লেখাপড়া করতো।