
মুজিবনগর অফিস: স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১ তম শাহাদৎ বার্ষিকী পালন উপলক্ষে প্রস্ততিমুলক সভা করেছে মুজিবনগর উপজেলা প্রশাসন। রবিবার সকাল ১১টার দিকে মুজিবনগর উপজেলা পরিষদ হল রুমে এ সভার আয়োজন করা হয়। এই সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ হেমায়েত উদ্দিন, অনুষ্ঠানের শুরুতেই জাতির জনকের আত্মার মাগফিরাত কামনা করে এক মিনিট নিরবতা পালন করা হয়। পরে সভাপতি ১৫ই আগষ্টের অনুষ্ঠান সূচি নির্ধারণে উপস্থিত সবার মতামত গ্রহন করেন। উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান জারজিস হোসাইন, মহিলা ভাইস চেয়ারম্যান গুলনাহার বেগম, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আব্দুল মোমিন চৌধুরী, মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী কামাল হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা মোফাকখারুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তাজুল ইসলাম, বাগোয়ান ইউপি চেয়ারম্যান আয়ূব হোসেন, মোনাখালী ইউপি চেয়ারম্যান মফিজুর রহমান, দারিয়াপুর ইউপি চেয়ারম্যান তৈাফিকুল বারী বকুল প্রমুখ। এ সময় সেখানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের কর্মকর্তা কর্মচারী, স্কুল কলেজের শিক্ষক, এনজিও প্রতিনিধি, সাংবাদিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ।