মুজিবনগরে কৃষকের খেতের গাছ কেটে দিল দুবৃর্ত্তরা

প্রতিবেদক, মুজিবনগর:
মেহেরপুরের মুজিবনগর উপজেলার মোনাখালী ইউনিয়নের গোপালনগরে কৃষকের খেতের বেগুন, পেঁয়াজ, পেঁপে ও লিচু গাছ কেটে দিয়েছে দূবৃর্ত্তরা। গত শুক্রবার দিবাগত রাতের এ ঘটনা ঘটায়। এতে কৃষকের প্রায় ১ লাখ ৫০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করা হচ্ছে।
ক্ষতিগ্রস্ত চাষি মোনাখালী ইউনিয়নের গোপলনগর গ্রামের ইসমাইল হোসেন মিনা বলেন, ‘আমি মিঠুর জমি দীর্ঘদিন ধরে আবাদ করছি। এর আগে এ ধরনের সমস্যার সম্মুখীন হয়নি। শনিবার সকালে জানতে পারি জমির বেগুন, পেঁয়াজ ও পেঁপের ফলন্ত গাছ রাতের আঁধারে কে বা কারা কেটে দিয়েছে। এতে আমার প্রায় ১ লাখ ৫০ হাজার টাকার ক্ষতি হয়েছে। আমি এ ঘটনায় থানায় জিডি করব।’
মুজিবনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী রাসেল বলেন, ‘এখন পর্যন্ত এমন কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’