চুয়াডাঙ্গা বৃহস্পতিবার , ৭ জুলাই ২০২২
আজকের সর্বশেষ সবখবর

মুজিবনগরে কৃষকদের মধ্যে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

নিউজ রুমঃ
জুলাই ৭, ২০২২ ৩:২৩ পূর্বাহ্ণ
Link Copied!

প্রতিবেদক, মুজিবনগর: মুজিবনগর ২০২১-২২ অর্থবছরে ২০২২-২৩ খরিপ-২ মৌসুমে রোপা আমন ধান ও গ্রীষ্মকালীন পেঁয়াজ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসূচি বাস্তবায়নে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করেছে মুজিবনগর উপজেলা কৃষি অফিস। গতকাল বুধবার বিকেলে মুজিবনগর উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয়ে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়। এসময় চাষীদের মাঝে বীজ ও সার তুলে দেন উপজেলা নির্বার্হী অফিসার (ইউএনও) সুজন সরকার। এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার আনিসুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম তোতা, এসএপিপিও মিজানুর রহমান, উপ সহকারী কৃষি কর্মকর্তাগনসহ কৃষক বৃন্দ উপস্থিত ছিলেন। উপজেলার চার ইউনিয়নে ১ হাজার ৯০জন কৃষককে ৫ কেজি বীজ ১০ কেজি এমওপি ১০ কেজি ডিএপি বীজ ও সার দেয়া হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।