মুজিবনগর অফিস:
মুজিবনগরে মহামারি করোনাভাইরাসে ক্ষতিগ্রস্ত দুস্থ শিক্ষার্থীদের মধ্যে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় মুজিবনগর উপজেলা পরিষদের মিলনায়তনে এ নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজন সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা প্রশাসক ড. মোহাম্মদ মনসুর আলম খান। অনুষ্ঠানে উপজেলার মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও মাদ্রাসা মিলে মোট ২৫টি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের হাতে নগদ ৩ শ টাকা হারে ২ হাজার শিক্ষার্থীর মধ্যে বিতরণের জন্য নগদ ৬ লাখ টাকা তুলে দেওয় হয়। পরে প্রতিষ্ঠান প্রধানগণ নিজ নিজ প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের হাতে নগদ ৩ শ টাকা হারে অর্থ বিতরণ করেন। এ সময় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এ কে এম মামুনুর রশিদ ও ট্যাগ অফিসারগণ উপস্থিত ছিলেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।