
প্রতিবেদক, মুজিবনগর:
মেহেরপুরের মুজিবনগর উপজেলার বাগোয়ান ইউনিয়নের ৪নম্বর ওয়ার্ডের কৃষকলীগের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে উপজেলার জয়পুর তারানগর মাধ্যমিক বিদ্যালয় চত্বরে এ সভা অনুষ্ঠিত হয়। বাগোয়ান ইউনিয়ন কৃষকলীগের সভাপতি বাবর আলীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা কৃষকলীগের সভাপতি বি.এম জাহিদ হাসান রাজিব।
বিশেষ অতিথি ছিলেন মুজিবনগর উপজেলা বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষনা পরিষদের সভাপতি মোবারক হোসেন, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক শাহিনুজ্জামান মানিক, যুগ্ম সম্পাদক মাসুদ রানা মানিক, সাংগঠনিক সম্পাদক আরোজ আলী, দপ্তর সম্পাদক এস.এম সাইব পালু, সাংগঠনিক সম্পাদক কুদ্দুস আলী। এসময় আরও উপস্থিত ছিলেন ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুস সামাদ, দারিয়াপুর ইউপি কৃষকলীগের সাধারণ সম্পাদক মুখলেছুর রহমান প্রমুখ।