মুজিবনগরে এক বাড়ীতে আগুন

প্রতিবেদক, মুজিবনগর:
মেহেরপুর মুজিবনগরের দারিয়াপুর দক্ষিণপাড়ার রুস্তম আলীর বাড়ীতে আগুন লেগে ঘরের আসবাব পত্রসহ ব্যাবহৃত পোশাক পুড়ে গেছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি।
প্রতিবেশিরা জানায়, রুস্তম আলীর বাড়ীতে মাজেদুল ও মাবুদ নামে দুজন ভাড়াটিয়া পরিবার নিয়ে বসবাস করে। সন্ধ্যায় এ বাড়িটিতে হঠাৎ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ভাড়াটিয়া মাজেদুল জানান, সন্ধ্যায় হঠাৎ দেখি আমাদের ঘরে আগুন জ্বলছে। এ সময় আমাদের চেচামিচিতে প্রতিবেশীরা ছুটে এসে আগুন নেভানোর কাজে সহযোগীতা করে। পরে খবর পেয়ে মুজিবনগর ফায়ার সার্ভিসের একটি টিম এসে আগুন নিয়ন্ত্রণে নেয়।
ফায়ার সার্ভিসের কর্মীরা জানান, এ অগ্নিকাণ্ডে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে মাজেদুল ও মাবুদের ঘরে থাকা আসবাবপত্র ব্যাবহারের কাপড়, কাথা কম্বলসহ আনুমানিক ৪০হাজার টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে।