মুজিবনগরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদ্যাপন উপলক্ষে সভা

logo

প্রতিবেদক, মুজিবনগর:
শহিদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদ্যাপন উপলক্ষে মেহেরপুরের মুজিবনগর উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বেলা ১১টার দিকে মুজিবনগর উপজেলা পরিষদের সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ বিশ্বাস সভাপতিত্ব করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা খাতুন, মুজিবনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী রাসেল, বাগোয়ানন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আয়ুব হোসেন, মোনাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোফিজুর রহমান মফিজ, মহাজনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমাম হোসেন মিলুসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীরা। সভায় শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সফল করতে নানা পদক্ষেপ নেওয়া হয়।