মুজিবনগরের সোনাপুর মাঝপাড়া গ্রাম থেকে কপোত-কপোতি আটক

IMG_20161101_094417

মুজিবনগর প্রতিনিধি: মুজিবনগর উপজেলার সোনাপুর মাঝপাড়া গ্রাম থেকে  কপোত-কপোতিকে আটক করেছে গ্রামবাসী। জানা গেছে গত রাত ১টার দিকে মুজিবনগর উপজেলার মোনাখালি ইউনিয়নের ১, ২ ও ৩ নং ওয়ার্ড এর  সংরক্ষিত মহিলা মেম্বার মোনাখালি গ্রামের মধ্য পাড়ার গুলনাহার বেগমের ছেলে সজিব একই গ্রামের পূর্ব পাড়ার আশা মোল¬ার মেয়ে সুমাইয়াকে নিয়ে সোমবার সোনাপুর মাঝপাড়া গ্রামের তার খালাতো বোন জামায় মৃত ভূলেন মন্ডলের বাড়িতে অবৈধ ভাবে রাত্রি যাপনের উদ্দেশ্য অবস্থান করে। গ্রামের লোকজন টের পেয়ে রাত্রি ১টার দিকে  মৃত ভূলেনের বাড়ি থেকে তাদের আটক করে। দিনভর বিভিন্ন নাটকের পর মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজি কামাল হোসেনের মধ্যস্ততায় দুই পক্ষের অভিভাবকদের উপস্থিতিতে ১ লক্ষ ৫০ হাজার টাকা দেনমোহরে দুজনের বিয়ে দেওয়া হয়। এ বিষয়ে মুজিবনগর থানার অফিসার ইনচার্জ কাজি কামাল হোসেন জানান ছেলে এবং মেয়ে প্রাপ্ত বয়স্ক হওয়াই ছেলে-মেয়ে এবং তাদের অভিভাবকদের সম্মতিতে দুজনের বিয়ে দেওয়া হয়েছে এবং বর বধু কে তাদের অভিভাবকদের জিম্মায় দেওয়া হয়েছে।