মুজিবনগরের যাত্রাপালা অনুষ্ঠিত

সমীকরণ প্রতিবেদক:
মেহেরপুরের মুজিবনগর উপজেলার মোনাখালী নওদাপাড়া বিপ্লবী ক্লাব মাঠে গ্রামবাংলার ঐতিহ্যবাহী যাত্রাপালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার রাত ৮টার সময় মোনাখালী নবসুখী যাত্রা শিল্পী ফেডারেশনের পরিবেশনায় ও বিপ্লবী ক্লাবের আয়োজনে এ যাত্রাপালার আয়োজন করা হয়। রাত ৮টা থেকে শুরু হয়ে যাত্রাপালা মঞ্চে ‘গরীবের মেয়ে’ উপস্থাপিত হয় মধ্যরাত পর্যন্ত।
এসময় যাত্রা শিল্পীরা তাদের অভিনয় নৈপূণ্য দিয়ে দর্শকের মন মাতিয়ে রাখে। যাত্রাপালা দেখতে দুরদূরান্তে থেকে আসে বিভিন্ন এলাকার যাত্রাপ্রিয় দর্শকবৃন্দ। বর্তমান র্স্মাট ফোনের যুগে গ্রাম বাংলার পুরনো ঐতিহ্যকে স্মরন করিয়ে দিতে এমন অয়োজন বলে জানান আয়োজক কমিটি।
মোনাখালী নওদাপাড়া বিপ্লবী ক্লাবের সভাপতি আবেদ আলী সভাপতিত্বে যাত্রাপালা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোনাখালী ইউপি চেয়ারম্যান মফিজুর রহমান মফিজ। এছাড়াও উপস্থিত ছিলেন দারিয়াপুর ইউপি চেয়ারম্যান এসএম মাহাবুবুর রহমান রবি, মোনাখালী ৩নং ওয়ার্ডের মেম্বার আতিকুর রহমান, ও বিপ্লবী ক্লাবের সহ-সভাপতি সায়াদ আলী প্রমুখ। যাত্রাপালাটির পরিচালনা করেন আবু বক্কর।