মুজিবনগরের বাগোয়ান ইউনিয়ন পরিষদের ফুটবল বিতরণ

মেহেরপুর অফিস:
মেহেরপুর জেলার মুজিবনগর উপজেলার বাগোয়ান ইউনিয়ন পরিষদের উদ্যোগে বাগোয়ান ইউনিয়নের বিভিন্ন ক্লাব ও বিদ্যালয়ের ফুটবল বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার দুপুরে বাগোয়ান ইউনিয়ন পরিষদ মিলনায়তনে ফুটবল বিতরণ করা হয়। বাগোয়ান ইউনিয়নের চেয়ারম্যান আয়ূব হোসেন উপস্থিত থেকে প্রায় ২ শ ফুটবল বিতরণ করেন। এ সময় ইউপি সদস্য সোহরাব হোসেনসহ অন্য সদস্যরা সেখানে উপস্থিত ছিলেন।