মুজিবনগর প্রতিনিধি: বড়দিন উপলক্ষে মুজিবনগরের বল্লভপুরে ৭দিনব্যাপী খ্রিষ্টিয় আনন্দ মেলা শেষে বিজয়ীদের পুরস্কার বিতরণী করা হয়েছে। গত রবিবার বিকালে বল্লভপুর মিশন ফুটবল খেলার মাঠে বল্লভপুর ইম্মানুয়েল চার্চ, পুরোহিত রেভা বিলিয়ম সরদারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ডিনারী সম্পাদক ও ইউপি সদস্য শংকর বিশ্বাস। বক্তব্য রাখেন মেলা কমিটির সম্পাদক মিঃ সুজিত মল্লিক ও মেলা কমিটির সদস্যবৃন্দ। পুরস্কার বিতরণী শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে গান ও নৃত্য পরিবেশন করেন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ক্লেমেন্ট অরুন মন্ডল।
দৈনিক সময়ের সমীকরণ সংবিধান, আইন ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো মন্তব্য না করার জন্য পাঠকদের বিশেষভাবে অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য অপসারণ করার ক্ষমতা রাখে।