প্রতিবেদক, মুজিবনগর:
মুজিবনগর উপজেলার নাজিরাকোনা গ্রামে রকিবুল (৩৭) নামে এক কৃষক বজ্রপাতের মারা গেছেন। গতকাল বিকেলে নাজিরাকোনা গ্রামের পার্শ্ববর্তী মাঠে পাওয়ারট্রিলার দিয়ে জমি চাষ দেওয়ার সময় বজ্রপাতে তাঁর মৃত্যু হয়। নিহত রাকিবুল মুজিবনগর উপজেলার বাগোয়ান ইউনিয়নের নাজিরাকোনা গ্রামের কাসেম বেদের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সীমান্তবর্তী নাজিরাকোনা গ্রামের পার্শ্ববর্তী মাঠে ধান লাগানোর জন্য জমিতে পাওয়ারট্রিলার দিয়ে চাষ দেওয়ার সময় বজ্রপাতে আঘাতে রাকিবুল পাওয়ারট্রিলার থেকে পড়ে যায়। মাঠে থাকা অন্যান্য কৃষক দেখতে পেয়ে তাঁকে উদ্ধার করে মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। পরে আত্মীয়-স্বজনরা নিজ বাড়িতে দাফনের জন্য নিয়ে যায়। সন্ধ্যায় জানাজা শেষে গ্রামের কবরস্থানে তাঁর দাফনকার্য সম্পন্ন করা হয়।

দৈনিক সময়ের সমীকরণ সংবিধান, আইন ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো মন্তব্য না করার জন্য পাঠকদের বিশেষভাবে অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য অপসারণ করার ক্ষমতা রাখে।