
প্রতিবেদক, মুজিবনগর:
মেহেরপুরের মুজিবনগরে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের পরিচিতি সভা ও উপজেলার চার ইউনিয়ন কমিটি গঠন করা হয়েছে। গতকাল শুক্রবার দুপুরে মুজিবনগর মুক্তিযোদ্ধা কমপ্লেক্স হল রুমে মুক্তিযোদ্ধা সন্তান সংসদ উপজেলা শাখার আয়োজনে এ কমিটি গঠন অনুষ্ঠিত হয়। কমিটিতে মোনাখালী ইউনিয়নের সভাপতি মমতাজ খাতুন, সাধারণ সম্পাদক খাইরুল ইসলাম, দারিয়াপুর ইউনিয়নের সভাপতি সাদেকা খাতুন, সাধারণ সম্পাদক আবুল বাসার, বাগোয়ান ইউনিয়নের সভাপতি মহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক নার্গিস আরা ও মহাজনপুর ইউনিয়নের সভাপতি আরশাদ আলী এবং মুখলেছুর রহমানকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।
বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ মুজিবনগর উপজেলা শাখার সভাপতি শুকুরালীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা আহসান আলী খান। উপস্থিত থেকে বক্তব্য দেন জেলা মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সভাপতি আব্দুস সালাম, সাধারণ সম্পাদক কবিরুল ইসলাম, যুগ্ম সম্পাদক সিতাব আলী, বীর মুক্তিযোদ্ধা আমজাদ হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সাধারণ সম্পাদক খাইরুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠান শেষে প্রতিভোজ ও মুজিবনগর উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান সংসদের নির্বাচিত কমিটির সদস্য বৃন্দদের পরিচয় পর্ব অনুষ্ঠিত হয়।