বিনোদন ডেস্ক:
ধ্রুব সারজা ও রাশমিকা মান্দানা অভিনীত 'পোগারু' ছবিটি মক্তি পাচ্ছে আগামী ডিসেম্বর কিংবা জানুয়ারি মাসে। তবে এরইমধ্যে ছবিটির হিন্দি স্বত্ব বিক্রি থেকে আয় হয়েছে ৭.২ কোটি রুপি। এর ফলে ছবিটি হিন্দিতে ডাব করেও মুক্তি দেওয়া হবে। কানাড়া ভাষায় নির্মিত 'পোগারু' মুক্তি পাচ্ছে তেলেগু ভাষাতেও। 'পোগারু' ছবিটি নির্মাণ করেছেন নন্দ কিশোর এবং প্রযোজনা করেছেন বি কে গঙ্গাধর। মুক্তি আগেই 'পোগারু' ৭ কোটি রুপি আয় করায় খুশি নির্মাতারা। ব্যতিক্রমী পোস্টার, টিজার ও গান প্রকাশের কারণে 'পোগারু' ছবিটি নিয়ে সিনেমাপ্রেমীদের মধ্যে ব্যাপক আগ্রহের সৃষ্টি করেছে। ছবির হিন্দি স্বত্ব কিনে নিয়েছেন আর কে দুগ্গাল।
প্রধান সম্পাদক : নাজমুল হক স্বপন, সম্পাদক ও প্রকাশক : মো. শরীফুজ্জামান। পুলিশ পার্ক লেন, কোর্ট রোড চুয়াডাঙ্গা থেকে কম্পোজ করে হুছাইন প্রিন্টিং প্রেস বড় বাজার থেকে প্রকাশক কর্তৃক প্রকাশিত। বার্তা সম্পাদক : ০১৭০৫৪০১৪৬৪, বার্তা বিভাগ: +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬, ০১৭০৫৪০১৪৭৪, অনলাইন বিভাগ: ০১৭০৫৪০১৪৬৩, বিজ্ঞাপন বিভাগ : ০১৭০৫৪০১৪৬৬, সার্কুলেশন বিভাগ : ০১৭০৫৪০১৪৬৭ প্রধান অফিস: পুলিশ পার্ক লেন, চুয়াডাঙ্গা, ঢাকা অফিস: ১৬৭/৭, ফ্লোর- ৩, ফকিরাপুল, ঢাকা।
© কপিরাইট - ২০২২ | দৈনিক সময়ের সমীকরণ কর্তৃক সর্বস্বত্ব ® সংরক্ষিত