কার্পাসডাঙ্গায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকী পালনকালে বক্তারা
ইকবাল রেজা, কার্পাসডাঙ্গা:
দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৪তম মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে গতকাল বৃহস্পতিবার বিকেল চারটায় নজরুল স্মৃতি বিজড়িত আটচালা ঘর সংলগ্ন কবির স্মৃতি ফলকে পুষ্পার্ঘ অর্পণ, আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়। চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের পক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ ইয়াহ্ ইয়া খান, দামুড়হুদা উপজেলা প্রশাসনের পক্ষে দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মহিউদ্দিন, চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আমজাদ হোসেন, কার্পাসডাঙ্গা নজরুল স্মৃতি সংসদের পক্ষে সভাপতি এম এ গফুর, সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম ও আটচালা পরিবারের পক্ষে মি. প্রকৃতি বিশ্বাস বকুল কবির স্মৃতি ফলকে পুষ্পার্ঘ অর্পণ করেন।
পুষ্পার্ঘ অর্পণ শেষে সামাজিক দূরত্ব বজায় রেখে সংক্ষিপ্ত আকারে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ ইয়াহ্ ইয়া খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মহিউদ্দীন, চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আমজাদ হোসেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, ‘নজরুলের কবিতা, গান ও সাহিত্যকর্ম বাংলা সাহিত্যে নবজাগরণ সৃষ্টি করে। তিনি ছিলেন অসাম্প্রদায়িক চেতনার পথিকৃৎ লেখক। তাঁর লেখনি জাতীয় জীবনে অসাম্প্রদায়িক চেতনা বিকাশে ব্যাপক ভূমিকা পালন করে। তাঁর কবিতা ও গান মানুষকে যুগে যুগে শোষণ ও বঞ্চনা থেকে মুক্তির পথ দেখিয়ে চলছে। বাংলাদেশের স্বাধীনতার পর পরই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামকে স্বপরিবারে সদ্যস্বাধীন বাংলাদেশে নিয়ে আসেন। রাষ্ট্রীয় মর্যাদায় বাংলাদেশে তাঁর বসবাসের ব্যবস্থা করেন। মুক্তিযুদ্ধে তাঁর গান ও কবিতা ছিল প্রেরণার উৎস।’
এ সময় আরও উপস্থিত ছিলেন কার্পাসডাঙ্গা নজরুল স্মৃতি সংসদের সভাপতি আ. গফুর, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, প্রভাষক আয়ুব আলী, শ্রী রঘুনাথ পাল, আটচালা ঘরের মালিক মি. প্রকৃতি বিশ্বাস বকুল, মধু, ফাদার লাভলু সরকার, কার্পাসডাঙ্গা ইউনিয়ন যুবলীগের যুগ্ম সম্পাদক শরীফ রতন, প্রচার ও প্রকাশনা সম্পাদক মেহেদী হাসান মিলন, শিল্পী সোনিয়া আফরিন, হক সাহেব প্রমূখ।