আলমডাঙ্গায় আঞ্চলিক মোটর মালিক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন
আলমডাঙ্গা প্রতিনিধি: আলমডাঙ্গায় আঞ্চলিক মোটর মালিক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার বেলা ১১টার সময় বণিক সমিতি কার্যালয়ে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে মোটর মালিক সমিতির সকল সদস্যদের উপস্থিতিতে কন্ঠ ভোটে সর্বসম্মতিক্রমে ২০১৮-২০ অর্থ বছরের কমিটি পাশ হয়। সাবেক পৌর মেয়র আলহাজ্ব মীর মহিউদ্দিন সভাপতি এবং মো. সেকেন্দার আলীকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ৩১ সদস্য বিশিষ্ট ত্রি-বার্ষিক কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন- সহসভাপতি আরঙ্গজেব মোল্লা টিপু, হাজী মজিবার রহমান, হাজি হামিদুর রহমান মল্লিক, আজিজুল হক, হাজি ঠান্ডু রহমান ও সাবু জোয়ার্দ্দার, যুগ্ম সাধারণ সম্পাদক মামুন রশিদ, আল আবিদ রুপক, লিয়াকত আলী মোল্লা, মো. মফিজুল ইসলাম, কোষাধ্যক্ষ হাজি রফিকুল ইসলাম, কোষাধ্যক্ষ জাইদুল মজিদ লাবলু, সাংগাঠনিক সম্পাদক খাইরুল ইসলাম পিন্টু, সহ সাংগঠনিক সম্পাদক দেপেন্দ্রনাথ সাহা, প্রচার সম্পাদক সিরাজুল ইসলাম, দপ্তর সম্পাদক খন্দকার রকিবুল ইসলাম, ধর্মীয় সম্পাদক সাহাবুদ্দিন, সদস্য আব্দুর রউফ মিয়া, আমিনুল ইসলাম, অপু মোল্লা, আলফাজ উদ্দিন, আরিফুজ্জামান, নজরুল ইসলাম, কাবিল উদ্দিন, সুমন, পল্লব, মহেশ কুমার ভৌতিকা।