বিশ্ব প্রতিবেদন:
দেশ ছেড়ে পালানোর চেষ্টা করার সময় ধরা পড়া ১২ শিশুসহ ১১২ জন রোহিঙ্গাকে কারাদণ্ড দিয়েছে মিয়ানমার। গতকাল মঙ্গলবার স্থানীয় পুলিশের বরাত দিয়ে সরকারি সংবাদমাধ্যম গ্লোবাল নিউ লাইট অব মিয়ানমার এ তথ্য জানিয়েছে। সংবাদমাধ্যমটি জানিয়েছে, মিয়ানমারের দক্ষিণ আইয়ারওয়াদি অঞ্চলের বোগালের আদালত ৬ জানুয়ারি রোহিঙ্গাদের এই দলটিকে সাজা দেয়। প্রতিবেদনে বলা হয়েছে, ডিসেম্বরে ‘কোনো সরকারি নথিপত্র ছাড়াই’ একটি নৌকা থেকে দলটিকে গ্রেপ্তার করা হয়েছিল। ১২ শিশুর মধ্যে পাঁচটির বয়স ১৩ বছরের কম। তাদেরকে দুই বছরের কারাদণ্ড এবং বড় শিশুদের তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। প্রাপ্তবয়স্কদের সবাইকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। বেশিরভাগ মুসলিম রোহিঙ্গা বৌদ্ধ সংখ্যাগরিষ্ঠ মিয়ানমারে নাগরিকত্ব এবং অন্যান্য মৌলিক অধিকার থেকে বঞ্চিত। ২০১৭ সালে সেনাবাহিনীর দমন-পীড়নের হাত থেকে প্রাণে বাঁচতে কয়েক লাখ রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আসে।
