বিশ্ব ডেস্ক: মিশরের দ্বিতীয় বৃহত্তম শহর আলেকজান্দ্রিয়ায় একটি গাড়ি বোমা বিস্ফোরণে কমপক্ষে দুজন নিহত হয়েছে। এদের মধ্যে এক পুলিশ সদস্যও রয়েছে। গতকাল শনিবার রাষ্ট্রীয় বার্তা সংস্থা মেনা এ তথ্য জানিয়েছে। মিশরের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এই বোমা হামলার লক্ষ্যবস্তু ছিল আলেকজান্দ্রিয়ার নিরাপত্তা প্রধান মেজর জেনারেল মোস্তফা আল নেমর। হামলায় আরো চার পুলিশ সদস্য আহত হয়েছে। নেমরের বরাত দিয়ে মেনা জানিয়েছে, নিহত দুজনের মধ্যে একজন পুলিশ সদস্য ও অপরজন গাড়িচালক। এক বিবৃতিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ‘২৪ মার্চ শনিবার একটি গাড়ির নিচে পেতে রাখা বোমার বিস্ফোরণ হয়েছে। গাড়িটির পাশ দিয়ে আলেকজান্দ্রিয়ার নিরাপত্তা প্রধান যাচ্ছিলেন।’ প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, পুলিশ ও সেনা সদস্যরা বিস্ফোরণস্থলটি ঘিরে রেখেছে। প্রসঙ্গত, আর দুদিন পর মিশরের জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। এর আগেই এই বিস্ফোরণের ঘটনা ঘটলো।