সমীকরণ প্রতিবেদন:
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস হাসপাতালে ভর্তি হয়েছেন। গতকাল চিকিৎসকের পরামর্শে স্বাস্থ্য পরীক্ষার জন্য রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন তারা। বিএনপির প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান জানান, গতকাল সকাল সাড়ে ১০টার দিকে বিএনপি মহাসচিব হাসপাতালে ভর্তি হয়েছেন। বেলা আড়াইটার দিকে এভারকেয়ারে মির্জা আব্বাস ভর্তি হন বলে জানিয়েছেন বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা: রফিকুল ইসলাম। এক মাস পর কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে গত সোমবার মুক্তি পান মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। মির্জা ফখরুল ও আব্বাসকে দেয়া উচ্চ আদালতের জামিনের কাগজপত্র ঢাকা কেন্দ্রীয় কারাগারে পৌঁছানোর পরই তাদের মুক্তি দেয়া হয়। বিএনপির ঢাকা বিভাগীয় সমাবেশ সামনে রেখে গত ৭ ডিসেম্বর নয়াপল্টনে বিএনপির নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ হয়। এতে একজন নিহত এবং অর্ধশতাধিক ব্যক্তি আহত হন। পরদিন ৮ ডিসেম্বর গভীর রাতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও মির্জা আব্বাসকে তাদের বাসা থেকে আটক করে পুলিশ। পরে তাদের ৭ ডিসেম্বরের সংঘর্ষের ঘটনায় পুলিশের করা মামলায় গ্রেফতার দেখানো হয়।
