বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও তার স্ত্রী রাহাত আরা বেগমের পর তার বাসায় অবস্থানরত কন্যা, ভাই, ভাবী, কাজের লোকসহ সবাই করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শারীরিক খুব বেশি জটিলতা না থাকলেও তার গলায় খুশখুশে কাশ আছে। অন্যদেরও তেমন কোনো জটিলতা নেই। আগামী বুধবার তিনি আবারো করোনাভাইরাসের নমুনা পরীক্ষা করাবেন। গতকাল শুক্রবার সকালে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব জানান। এ দিকে চিকিৎসকদের একটি প্রতিনিধিদল গতকাল শুক্রবার সন্ধ্যায় বিএনপির মহাসচিবের বাসায় গিয়ে চিকিৎসা সংক্রান্ত বিষয়ে খোঁজ খবর নিয়েছেন। প্রতিনিধিদলে ছিলেন বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা: রফিকুল ইসলাম, ডা: জাহেদুল কবির, তৌহিদুর রহমান আউয়াল, সাইফুল আলম বাদশা, ডা: সাখাওয়াত রাজিব ও মুনতাসীর হাসান। পরে ডা: রফিকুল ইসলাম জানান, বিএনপির মহাসচিবসহ তার বাসার সবাই করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তবে তারা বাসায় থেকেই নিয়মিত চিকিৎসা সেবা নিচ্ছেন। তিনি জানান, মির্জা ফখরুল ইসলামের করোনায় আক্রান্ত হওয়ার দ্বিতীয় সপ্তাহ চলছে। বাসার অন্যরা পর্যায়ক্রমে করোনাভাইরাসে আক্রান্ত হন।