বিনোদন ডেস্ক: টুইটারের বদৌলতে সুপারস্টার বনে যাওয়া পাকিস্তানের নীল চোখের চা ওয়ালা আরশাদ খান একটি মিউজিক ভিডিওতে অভিনয় করেছেন। পাকিস্তান লাহোর ভিত্তিক র্যাপার গ্রুপ লিল মাফিয়া মুন্দিরের করা সেই গানের নামও ‘চা ওয়ালা’। এর আগেই মডেলিংয়ের জগতে নাম লেখানো আরশাদ খানকে মিউজিক ভিডিওতে রাজি করাতে যথেষ্ট কাঠখড় পোড়াতে হয়েছে মিউজিক ভিডিওর প্রযোজকদের। মাফিয়া মুন্দিরের র্যাপার ডিজে ড্যানি বলেনে, আরশাদ প্রথমে বলেছিল মিউজিক ভিডিওতে সে শুধু চা বানাবে। কিন্তু আমরা তাকে দিয়ে আরো বেশি কিছু করাতে চেয়েছিলাম। মিউজিক ভিডিওতে তাকে দেখা যায় চা বানানোর পাশাপাশি সেলফি তুলছেন, নিজের চুল নিয়ে খেলা করছেন এবং কিঞ্চিত অভিনয়ের সঙ্গে নাচ করছেন। এই কাজ করে ১লাখ পাকিস্তানি রূপি দাবি করে ৫০ হাজার রূপি পেয়েছেন আরশাদ। শোনা গেছে ২০১৭ সালে ঈদে মুক্তি পাবে এমন এক সিনেমায় অভিনয়ের প্রস্তাব দেয়া হয়েছে আরশাদকে। তবে তিনি সেখানে অভিনয় করবেন কী না সেটা নিশ্চিত নয়।