স্বাস্থ্য ডেস্ক: মহিলাদের শরীরের বাড়তি ওজন বা ফ্যাট শুধু সৌন্দর্য রক্ষার জন্য কমানো উচিত তাই নয়, অনাগত সন্তানদের সুস্থতার জন্যও ওজন নিয়ন্ত্রণ প্রয়োজন। বিশেষজ্ঞগণ গবেষণায় দেখেছেন, মোটা মায়েদের গর্ভে জন্ম নেওয়া সন্তানদের মধ্যবয়সে স্ট্রোক, বুকে ব্যথা ও হার্ট এ্যাটাকজনিত মৃত্যুসহ অকাল মৃত্যুর ঝুঁকি স্বাভাবিকের চেয়ে শতকরা ৩৫ ভাগ বেশি। একদল স্কটিস বিশেষজ্ঞ গবেষণার পর এ তথ্য প্রকাশ করেছেন। এডিনবরা বিশ্ববিদ্যালয়ের মেটাবলিক মেডিসিনের বিশেষজ্ঞ অধ্যাপক রেবেকা রেনল্ডস ও তার সহযোগিগণ এই বলে অভিমত দিয়েছেন যে, ওজন আধিক্য অথবা মোটা মায়েদের সন্তানদের হূদরোগ, স্ট্রোকের ঝুঁকির কারণে সন্তানের জীবন-যাপনের ক্ষেত্রে সতর্ক থাকা বাঞ্ছনীয়। সন্তানদের হৃদরোগ, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, কোলেস্টেরল ও অতিরিক্ত ওজন নিয়ন্ত্রণে রাখতে হবে। পাশাপাশি মায়েরা সন্তান নেওয়ার আগে অবশ্যই ওজন নিয়ন্ত্রণের বিষয়টি দেখতে হবে। সবচেয়ে ভালো হয় মায়েরা যাতে সন্তান ধারণের বয়সে ওজন নিয়ন্ত্রণে রাখেন। অপরদিকে পিতার ওজনও সন্তানের জন্য ঝুঁকিপূর্ণ অপর একটি ব্রিটিশ স্টাডিতে উল্লেখ করা হয়েছে। তাই শুধু নিজেদের জন্য নয়, অনাগত সন্তানদের স্বাস্থ্য ঝুঁকি কমাতে বাবা-মা উভয়ের সন্তান ধারণের বয়সে ওজন নিয়ন্ত্রণে রাখা উচিত।