খেলাধুলা ডেস্ক: বাংলাদেশ প্রিমিয়ার লিগে চিটাগাং ভাইকিংসকে ৪ রানে হারালো খুলনা টাইটান্স। শনিবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে টসে হেরে ব্যাট করতে নেমে ১২৮ রানের টার্গেট দেয় খুলনা। জবাবে ব্যাট করতে নেমে ১২৩ রানে থামে চিটাগাংয়ের ইনিংস। চিটাগাংয়ের হয়ে ৩৯ রান করেছেন আফগান রিক্রুট মোহাম্মদ নবী। খুলনার হয়ে ৪ উইকেট নেন শফিউল ইসলাম। এছাড়া অধিনায়ক মাহমুদুল্লাহ নেন ৩ টি উইকেট। ব্যাট করতে নেমে শুরুতেই হোঁচট খায় চিটাগাং। দলীয় ৯ রানের মাথায় তারা হারায় অধিনায়ক তামিম ইকবালকে। তার উইকেট তুলে নেন টুর্নামেন্টে সর্বোচ্চ উইকেট শিকারী কেভিন কুপার। কিছুক্ষণ পর তার আবার হারায় ওপেনার ড্যারেন স্মিথকে। নবী ছাড়া শুধু জহরুল করেছেন ২৫ রান। এছাড়া বলার মতো স্কোর করতে পারেননি কেউই। ফলে চার রানের জয় তুলে নেয় খুলনা। এর আগে ব্যাট করতে নেমে ৩৪ রানে প্রথম উইকেট হারায় খুলনা। চিটাগাংয়ের হয়ে আঘাত হানেন মোহাম্মদ নবী। ৮ রান করা হাসানুজ্জামানকে জহুরুল ইসলামের তালুবন্দি করেন তিনি। একই ওভারের শেষ বলে আবারো উইকেট পান এই আফগান রিক্রুট। তুলে নেন শুভাগত হোমের উইকেট। এরপর ছন্দে ব্যাটিং করতে থাকা ওপেনার ওসেলসের উইকেট নেন আব্দুর রাজ্জাক। আউট হওয়ার আগে ২৫ বলে ২৮ রান করেন তিনি। দলীয় ৫২ রানে অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদকে হারিয়ে বিপদে পড়ে খুলনা। ব্যক্তিগত ৬ রানের মাথায় তাসকিন আহমেদের বলে আউট হন এই অলরাউন্ডার। এরপর দলের হাল ধরেন অলোক কাপালি ও পুরান। দলের হয়ে আরো ২৩ রান যোগ করেন কাপালি। তবে তাকেও প্যাভিলিয়নে ফেরান নবী। এবার ক্যাচটি ধরেন তাসকিন আহমেদ। শেষ দিকে পুরানের ২৯ রান ও আরিফুল হকের অপরাজিত ২৫ রানের উপর ভর করে ১২৭ রান করে খুলনা। চিটাগাংয়ের হয়ে ৩ উইকেট নেন নবী। ২টি নেন তাসকিন।