সমীকরণ প্রতিবেদন:
রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন যে, ইউক্রেনের সাথে রাশিয়ার যুদ্ধের উদ্দেশ্য ছিল মার্কিন নেতৃত্বাধীন বৈশ্বিক আধিপত্য এবং ন্যাটোর স¤প্রসারণের সমাপ্তি টানা। রাশিয়ার রাষ্ট্র-চালিত গণমাধ্যম আরটি’র একটি অনুবাদ অনুসারে, সোমবার ল্যাভরভ রাষ্ট্রীয় মালিকানাধীন টেলিভিশন নিউজ চ্যানেল রসিয়া ২৪-কে বলেছেন, ‘আমাদের বিশেষ সামরিক অভিযানের উদ্দেশ্য হল (ন্যাটোর) অপ্রতিরোধ্য স¤প্রসারণ এবং বিশ্ব মঞ্চে যুক্তরাষ্ট্র এবং তার পশ্চিমা প্রজাদের অবাধ আধিপত্যের অবসান ঘটানো।’
ল্যাভরভ যুক্তরাষ্ট্রকে আন্তর্জাতিক আইন লঙ্ঘনের জন্য অভিযুক্ত করে বলেন যে, আমেরিকা তার নিজস্ব নিয়ম-ভিত্তিক আন্তর্জাতিক শাসনতন্ত্র আরোপ করার চেষ্টা করছে। তিনি বলেন, ‘এ আধিপত্য আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘনের দ্বারা নির্মিত এবং কিছু নিয়ম, যা তারা এখন খুব বেশি প্রচার করছে এবং যা তারা একেকটি ঘটনার ভিত্তিতে তৈরি করে।’ এর আগে, মার্চের শুরুতে, ল্যাভরভ বলেন যে, ক্রেমলিন ইউক্রেনে আলাদা যুদ্ধ প্রতিরোধ করার চেষ্টা করছে। লন্ডনে রুশ দূতাবাসের এক টুইট বার্তায় তিনি বলেন, ‘রাশিয়ার বিশেষ সামরিক অভিযানের লক্ষ্য হচ্ছে ইউক্রেনের ভূখÐে সঙ্ঘটিত হতে পারে বা সেখান থেকে শুরু হতে পারে এমন যেকোনো যুদ্ধ বন্ধ করা।’ সূত্র : বিজনেস ইন্সাইডার।