লকডাউনে প্রশাসন তৎপর ; ভ্রাম্যমাণ আদালতে আরও ১৩ জনকে জরিমানা
নিজস্ব প্রতিবেদক:
লকডাউনে করোনা ভাইরাসের সংক্রমণ রোধে সরকারি নির্দেশনা না মানায় চুয়াডাঙ্গার বিভিন্ন স্থানে ভ্রাম্যমান আদালতে ৩ হাজার ৮শ টাকা জরিমানা আদায় করা হয়েছে। গতকাল শুক্রবার লকডাউনে প্রতিদিনের ন্যায় দিনব্যাপী চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ জেলার বিভিন্ন স্থানে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। তবে প্রশাসনের অভিযান থাকলেও সাধারণ মানুষের মধ্যে সচেতনতা কম। স্বাস্থ্যবিধির মালাই নেই।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, করোনার সংক্রমণ ঠেকাতে সরকারের ১৮ দফা নির্দেশনা বাস্তবায়ন, জনসমাবেশ বন্ধ করা, বাজার মনিটরিং এবং সামাজিক দুরুত্ব বজায় রাখার জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেটগণের নেতৃত্বে দিনব্যাপী পুলিশের সহযোগীতায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। শুক্রবার দিনব্যাপী ৪টি মোবাইল কোর্টে ১৩টি মামলায় ১৩ জনের কাছ থেকে ৩ হাজার ৮শ টাকা জরিমানা আদায় করা হয়।
অপরদিকে, প্রশাসনের এতো তৎপরতা সত্ত্বেও অকার্যকর হয়ে পড়েছে করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সরকার ঘোষিত লকডাউন। বিশেষ করে চুয়াডাঙ্গা শহরের রাস্তাঘাট ও হাট-বাজারে অবাধে চলাফেরা করছেন মানুষ। ছুটিতে বাড়ি ফিরে এলাকার পাড়ামহল্লাতে চলছে মানুষের জমায়েত, খোশগল্প ও আড্ডা।
লকডাউন বাস্তবায়নে চুয়াডাঙ্গা শহরে নির্বাহী ম্যাজিস্ট্রেটের সাথে নিয়মিত টহল দিচ্ছে পুলিশ। সারাদিনে মানুষের চলাচল কম হলেও বিকালের পর থেকে ক্রমাগত বাড়ছে। শহরে বেশিরভাগ মানুষ বেরোচ্ছে শুধু ঘুরতে।
