সমীকরণ প্রতিবেদক:
চুয়াডাঙ্গা সদর উপজেলার সরিষাডাঙ্গা রোমেলা খাতুন রহমানীয়া মাদরাসায় দুটি ডেক্সটপ কম্পিউটার ও একটি প্রিন্টার প্রদান করা হয়েছে। গতকাল বুধবার দুপুরে জেলা পরিষদের চেয়ারম্যান মাহফুজুর রহমান মনজু মাদরাসা কর্তৃপক্ষের কাছে এসব হস্তান্তর করেন। এসময় জেলা পরিষদের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী অফিসার মো. মিজানুর রহমান, উপ-সহকারী প্রকৌশলী মো. রোকনুজ্জামান, মাদরাসার সভাপতি নুরুল ইসলাম ও সম্পাদক মোস্তাফিজুর রহমান এবং সদস্যবৃন্দরা উপস্থিত ছিলেন।
জেলা পরিষদ সূত্রে জানা গেছে, বার্ষিক উন্নয়ন কর্মসূচি-এডিপি’র আওতায় ২০২০-২০২১ অর্থবছরে টেন্ডারের মাধ্যমে ২ লাখ টাকার বরাদ্দ দেয়া হয়। চুয়াডাঙ্গার মেসার্স একতা ট্রেডার্স নামক ঠিকাদারী প্রতিষ্ঠান কম্পিউটার সরবরাহ করে।

দৈনিক সময়ের সমীকরণ সংবিধান, আইন ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো মন্তব্য না করার জন্য পাঠকদের বিশেষভাবে অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য অপসারণ করার ক্ষমতা রাখে।