– এম এ মামুন
মাদক নিয়ে চিন্তা করা
বলব যে বোকামি,
মাদক বেচে ধনী লোকে
আর সকলের চামচামি।
দেশ-বিদেশের মাদক সম্রাট
খুব ক্ষমতাবান,
তাদের বিরুদ্ধে বললে কথা
যেতেও পারে প্রাণ।
মাদক নিয়ে চলছে খেলা
রাঘব বোয়াল মিলে,
মাদক নিয়ে ব্যবসা চালায়
বললে লাগে দিলে ।
খবর: (পশ্চিমা মাদকে সয়লাব)

দৈনিক সময়ের সমীকরণ সংবিধান, আইন ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো মন্তব্য না করার জন্য পাঠকদের বিশেষভাবে অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য অপসারণ করার ক্ষমতা রাখে।