চুয়াডাঙ্গা বৃহস্পতিবার , ২৪ সেপ্টেম্বর ২০২০
আজকের সর্বশেষ সবখবর

মাদকের স্পট উঠে নির্মাণ হচ্ছে বৃহত্তর কাপড়ের মার্কেট

সমীকরণ প্রতিবেদন
সেপ্টেম্বর ২৪, ২০২০ ৮:৪২ পূর্বাহ্ণ
Link Copied!

বদলে যাচ্ছে আলমডাঙ্গার রেলস্টেশন এলাকার চিরচেনা দৃশ্যপট
আলমডাঙ্গা অফিস:
আলমডাঙ্গা রেল স্টেশন এলাকার চিরচেনা দৃশ্যপট বদলে গেছে। সবচেয়ে বড় মাদকের আস্তানা ভেঙে সেখানে গড়ে উঠছে কাপড়ের পাইকারি বাজার। ৯ হাজার বর্গফুটের জমিতে কাপড়ের পাইকারি ব্যবসায়ীদের জন্য ৬৬টি দোকান নির্মিত হচ্ছে। কুষ্টিয়ার পোড়াদহের মতো আলমডাঙ্গা রেলওয়ে স্টেশনকে কেন্দ্র করে এখানে দেশের বৃহত্তম কাপড়ের পাইকারি বাজার প্রতিষ্ঠিত হতে চলেছে।
জানা যায়, আলমডাঙ্গার রেলস্টেশন এলাকায় কয়েক বছর আগেও ছিল জেলার সবচেয়ে বড় ও প্রভাবশালী মাদকের আস্তানা। মাদক সম্রাজ্ঞী মিনিসহ তার গোটা পরিবার। এক ভয়ঙ্কর সিন্ডিকেটের আস্তানা গড়ে তোলে এ রেলওয়ে কলোনিতে। এই রেলওয়ে কলোনিকে ঘিরে এখানে তৈরি হয়ে উঠে আরেক অপরাধ জগতের। বাংলাদেশ রেলওয়ে পশ্চিম জোন ২০১৪ সালের ১৮ জানুয়ারি এই জমিটি বাণিজ্যিক ভূমি হিসেবে লিজ প্রদানের জন্য দরপত্র আহ্বান করে। বাংলাদেশ রেলওয়ের পাকশীর বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা ওই দরপত্র আহ্বান করেন। শর্ত মোতাবেক সর্বোচ্চ দরদাতা হিসেবে লিজ পান হারদীর নূরুল ইসলাম। একই বছরের ২ সেপ্টেম্বর নূরুল ইসলামের অনুকুলে শর্ত সাপেক্ষে এ লিজ প্রদান করা হয়। রেলওয়ের নিজস্ব ডিজাইনের মোট ৬৬টি দোকানের মধ্যে প্রথমে নূরুল ইসলামকে ৪৯টি দোকান বরাদ্দ দেওয়া হয়। পরে রিটেন্ডারে তিনি আরও আরও ৫টি দোকানের জমি বরাদ্দ পান। পরে অন্যের নামের বরাদ্দকৃত আরও ১২টি দোকানের জমি তিনি ক্রয় করে নেন। এরপর ওই বছরই ৩১ ডিসেম্বর ওই সম্পত্তির পজিশন সরেজমিনে মাপজোক করে পোড়াদহ রেলওয়ের ফিল্ড কানুনগো জিয়াউল হক নূরুল ইসলামের অনুকুলে হস্তান্তর করেন। বর্তমানে ওই ৯ হাজার বর্গ ফুটের সম্পত্তিতে দুটি বড় সেড নির্মিত হচ্ছে। প্রতি সেডে ৩৩ টি করে দোকান থাকবে। নির্মাণ কাজ প্রায় শেষের দিকে। দোকানগুলো ভাড়া দেওয়া শেষ হলে এখানে অচিরেই প্রতিষ্ঠিত হবে দেশের অন্যতম বৃহৎ পাইকারি কাপড়ের মার্কেট।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।