মাথায় ট্রাকের অ্যাঙ্গেল ঢুকে কলেজছাত্রের মৃত্যু
- আপলোড টাইম : ০৮:৩৭:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ১২ অগাস্ট ২০১৮
- / ৩৫৯ বার পড়া হয়েছে
রাস্তার উপর দাড়িয়ে থাকা ট্রাকের সাথে মোটরসাইকেলের ধাক্কা
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়কের নারায়নপুর এলাকায় রাস্তার উপর দাড়িয়ে থাকা ট্রাকের সাথে মোটরসাইকেলের ধাক্কা লেগে রহমতুল্লাহ (১৭) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। এ সময় রহমতুল্লাহ মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলো। গত শুক্রবার দিনগত রাত ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ঝিনাইদহ সদর উপজেলার মাগুরাপাড়া গ্রামের শাহজাহানের ছেলে রহমাতুলল্লাহ আব্দুর রউফ ডিগ্রি কলেজের ছাত্র। ঝিনাইদহ সদর থানার ওসি এমদাদুল হক জানান, রাতে মোটরসাইকেল নিয়ে রহমাতুল্লাহ বাড়ি যাচ্ছিলো। সে নারায়নপুর হাইস্কুলের কাছে পৌছালে রাস্তার পাশে দাড়িয়ে থাকা ট্রাকের সাথে ধাক্কা খায়। এতে তার মাথার ডান পাশে ট্রাকের অ্যাঙ্গেল ঢুকে যায়। ফলে ঘটনাস্থলেই তার মৃৃত্যু হয়।
এদিকে একদিন আগে একই সড়কের বৈডাঙ্গা নামক স্থানে তৌহিদুল ইসলাম (২২) নামে আরেক যুবক নিহত হয়। তিনি হলিধানী ঢাকালে পাড়ার গাজী মিয়ার ছেলে। এ সময় তার দুই বন্ধু রফিকুল ও আল-আমিন আহত হয়।