
আন্তর্জাতিক নদী রক্ষা দিবস উপলক্ষে আগামীকাল মঙ্গলবার (১৪ মার্চ) ‘মাথাভাঙ্গা নদী বাঁচাও আন্দোলন’ কমিটির উদ্যোগে এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে। এদিন সকাল সাড়ে ১০টায় চুয়াডাঙ্গা পুলিশ পার্ক লেনে অবস্থিত দৈনিক সময়ের সমীকরণের প্রধান কার্যালয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হবে। উক্ত আলোচনা সভায় অংশগ্রহণের জন্য নদী প্রেমিক মানুষের প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছেন ‘মাথাভাঙ্গা নদী বাঁচাও আন্দোলন’ কমিটির সভাপতি অধ্যক্ষ হামিদুল হক মুন্সী। প্রয়োজনে ০১৭১২-০১০৯৪৫ এই নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছেন তিনি। (প্রেস বিজ্ঞপ্তি)