চুয়াডাঙ্গা সোমবার , ১৮ জুলাই ২০২২
আজকের সর্বশেষ সবখবর

মাথাভাঙ্গা নদীতে ডুবে শিশু মাহফুজের মৃত্যু

নিউজ রুমঃ
জুলাই ১৮, ২০২২ ২:১৬ অপরাহ্ণ
Link Copied!

আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গার ভাংবাড়িয়ার নানা বাড়ি বেড়াতে এসে মাথাভাঙ্গা নদীতে ডুবে গাংনী উপজেলার হেমায়েতপুর গ্রামের শিশু মাহফুজের মৃত্যু হয়েছে। গতকাল দুপুরে ভাংবাড়িয়া কারিগরপাড়ার মাথাভাঙ্গা নদীর ব্রিজের নিচে গোসল করতে গেলে ঘটনা ঘটে।

জানা গেছে, মেহেরপুর জেলার গাংনী উপজেলার হেমায়েতপুর গ্রামের মিজানুর রহমানের ছেলে শিশু মাহফুজ () ঈদে নানা বাড়ি উপজেলার ভাংবাড়িয়া গ্রামের ডাবলুর বাড়িতে বেড়াতে আসে। গতকাল দুপুর ২টার দিকে মাহফুজ বন্ধুদের সাথে নানা বাড়ির পাশেই মাথাভাঙ্গার ব্রিজের নিচে গোসল করতে নামে। কিছুক্ষণ পর মাহফুজের বন্ধুরা তাকে খুঁজে না পেয়ে নানা ডাবলুকে সংবাদ দেয় যে সে পানিতে ডুবে গেছে। নানার চিৎকারে প্রতিবেশিরা ছুটে এসে মাথাভাঙ্গা নদী থেকে মাহফুজকে উদ্ধার করে। শিশু মাহফুজকে হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়। পরে তার লাশ তার পিতা মিজানুর রহমানসহ পরিবারের লোকজন এসে হেমায়েতপুর নিয়ে যায়। গতকালই শিশু মাহফুজের লাশ দাফন করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।