প্রতিবেদক, মেহেরপুর:
মেহেরপুরে মাত্র ৫ টাকার জন্য বিলকিস (৩৫) নামের এক নারীকে মারধর করার অভিযোগ উঠেছে রতন (৩০) নামের এক যুবকের বিরুদ্ধে। আহত বিলকিস মেহেরপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
আহত বিলকিস মেহেরপুর শহরের ফৌজদারি পাড়ার ইজির শেখের স্ত্রী। এবং রতন একই এলাকার মুদি ব্যবসায়ী ও অলিহারের ছেলে। আহত বিলকিসের ছেলে হৃদয় বলেন, ‘রতনের মুদির দোকান রয়েছে, আমার মায়ের কাছে মাত্র পাঁচ টাকা পাওনা ছিল। আজ সন্ধ্যার দিকে আমার মা ওর দোকানের সামনে দিয়ে যাওয়ার সময় রতন আমার মায়ের কাছে টাকা চেয়েছিল এবং টাকা দেওয়ার পরেও নেশার ঘোরে পিছন থেকে আমার মায়ের মাথায় আঘাত করে।’
পরে তাঁর পরিবারের লোকজন তাঁকে মেহেরপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যায়। বর্তমান তিনি মেহেরপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

দৈনিক সময়ের সমীকরণ সংবিধান, আইন ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো মন্তব্য না করার জন্য পাঠকদের বিশেষভাবে অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য অপসারণ করার ক্ষমতা রাখে।