
সমীকরণ ডেস্ক: লাকসামে একটি মাইক্রো নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে একই পরিবারের ৪ জনসহ ৫ জন নিহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে, গতকাল সকাল সাড়ে ৫টায় লাকসাম-নোয়াখালী সড়কের বাইপাস এলাকা ছিলোনিয়া নামক স্থানে। পুলিশ সূত্রে জানা যায়, বিদেশ থেকে আসা ছেলেকে আনতে বাবা, মা, ছোট ছেলে ও মেয়ের জামাইসহ এক আত্মীয়কে নিয়ে ঢাকা এয়ারপোর্টের উদ্দেশে রওনা হন তারা। হঠাৎ শনিবার ভোর রাতে মুসলধারে বৃষ্টি শুরু হয়। নোয়াখালী থেকে লাকসাম বাইপাস সড়কে ছিলোনিয়া নামক স্থানে পৌঁছলে সড়কের ওই স্থানে একটি কালভার্টসহ বাঁক রয়েছে; ওই স্থানে মাইক্রো নোয়া (ঢাকা মেট্রো চ-৫৩-৬০৯৯) গাড়ির ড্রাইভার নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্তী খালে গাড়িটি পড়ে যায়। গাড়ির যাত্রীদের আত্মচিৎকারে এলাকার লোকজন ঘটনাস্থলে ছুটে আসে। ভোরে বৃষ্টি এবং গাড়ির গ্লাস বন্ধ থাকায় আওয়াজ বেশি দূর যায়নি। ওই সময় একই পরিবারের মো. ইউনুছ (৬০) ও তার স্ত্রী সামছুন্নাহার (৫৭), তার ছেলে ফারুক (৩২) ও মেয়ের জামাই মো. নূর নবী (২৮), পার্শ্ববর্তী গ্রামের এক আত্মীয় লাতু মিয়া (৩৯) ঘটনাস্থলে তাদের মৃত্যু হয়। তাদের বাড়ি নোয়াখালী জেলার পশ্চিম চরবসুরা গ্রামে। খবর পেয়ে লালমাই হাইওয়ে থানা লাশ উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। ড্রাইভার আহত অবস্থায় পালিয়ে যায়।