মহেশপুর সীমান্তে ভারতীয় রুপা-ফেনসিডিল-মদসহ আটক ৪

ঝিনাইদহ অফিস:
ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের সময় চারজনকে আটক করেছে বিজিবি। গত সোমবার রাতে মহেশপুর উপজেলার শ্রীনাথপুর সীমান্ত এলাকা থেকে তাঁদের আটক করা হয়। আটককৃতরা হলেন- চট্টগ্রামের পাহাড়তলী এলাকার জুয়েল দাশ, সনজিত দাশ, রামসাগর দাশ ও ভোলার বোরহান উদ্দিন উপজেলার হাসাননগর এলাকার কৃষ্ণ দাশ। গতকাল মঙ্গলবার সকালে মহেশপুর-৫৮ বিজিবির অতিরিক্ত পরিচালক মোহাম্মাদ মেহেদী হাসান খান স্বাক্ষরিত পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, মহেশপুরের সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে কিছু ব্যক্তি বাংলাদেশ থেকে ভারতে প্রবেশের চেষ্টা করছে এমন খবরে অভিযান চালানো হয়। এ সময় চারজনকে আটক করা হয়। তাঁদের বাড়ি চট্টগ্রাম ও ভোলায়। এ ঘটনায় মহেশপুর থানায় মামলা হয়েছে। এদিকে, মহেশপুর উপজেলার বাঘাডাঙ্গা এলাকার বাজারপাড়ায় চোরাকারবারিদের ধাওয়া করলে তাঁরা এক লাখ ৭০ হাজার টাকা মূল্যের ১ কেজি ৯৯২ গ্রাম রুপা ফেলে পালিয়ে যায়। ৫৮ বিজিবি মহেশপুরের জুলুলী এলাকা ও জীবননগরের নতুনপাড়া থেকে ৫৯ বোতল ভারতীয় ফেনসিডিল এবং মহেশপুরের মকধ্বজপুর গ্রাম থেকে মালিকবিহীন ২৩ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে।