চুয়াডাঙ্গা সোমবার , ৫ অক্টোবর ২০২০

মহেশপুর সীমান্তে ফেনসিডিল-মদ-ইয়াবা জব্দ

সমীকরণ প্রতিবেদন
অক্টোবর ৫, ২০২০ ৯:০০ পূর্বাহ্ণ
Link Copied!

প্রতিবেদক, মহেশপুর:
ঝিনাইদহের মহেশপুর সীমান্তে পৃথক পৃথক অভিযানে ভারতীয় ফেনসিডিল, মদ ও ইয়াবা জব্দ করেছে বিজিবি। ৫৮-বিজিবি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে যাদবপুর বিওপির হাবিলদার আব্দুর রহমানের নেতৃত্ব অভিযান চালিয়ে উপজেলার বড়বাড়ি রাজাপুর মাঠ থেকে ১৭ বোতল ফেনসিডিল জব্দ করা হয়। অন্যদিকে, কুসুমপুর বিওপির হাবিলদার ফারুক মাতব্বরের নেতৃত্বে অভিযান চালিয়ে চাপাতলা মাঠ থেকে ২২ বোতল ভারতীয় মদ জব্দসহ সামান্তা বিওপির নায়েব সুবেদার গোলাম মাওলার নেতৃত্বে অভিযান চালিয়ে বাঁশবাড়িয়া মাঠের মেহগুনি বাগান থেকে ৪৯ পিস ইয়াবা বড়ি জব্দ করা হয়। ৫৮-বিজিবির উপ-অধিনায়ক মোহাম্মদ মেহেদী হাসান খান জানান, ‘এ ব্যপারে মহেশপুর থানায় পৃথক পৃথক মামলা হয়েছে।’

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।