ঝিনাইদহ অফিস:
ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের সময় নারীসহ পাঁচজনকে আটক করেছে বিজিবি। অন্যদিকে মহেশপুরের বাজারপাড়া মাঠ থেকে সাড়ে পাঁচ লাখ টাকা মূল্যের ৬ কেজি ৩৮৮ গ্রাম রুপার অলংকার, গোপালপুর মাঠ থেকে ২৬ কেজি গাঁজা ও ৫৯৩ বোতল ভারতীয় ফেনসিডিল, গয়াসপুরের আমবাগান থেকে ১০ বোতল ফেনসিডিল, মাটিলা গ্রাম থেকে ৯ বোতল মদ, লেবুতলা বর্ডারপাড়া থেকে ৪৭ বোতল ফেনসিডিল, ৯ বোতল মদ ও মেদিনিপুর আমবাগান থেকে ৬৫০ গ্রাম গাজা উদ্ধার করেছে।
গতকাল শুক্রবার গণমাধ্যমে প্রেরিত মহেশপুর-৫৮ বিজিবির এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, সকালে মহেশপুর উপজেলার শ্রীনাথপুর এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের সময় খুলনার তেরখাদা উপজেলার লস্করপুর গ্রামে মৃত দাউদ শেখের স্ত্রী শুকুরন বেগম, আবু তালেব মৃধার স্ত্রী জেসমিন বেগম, হাসিব মিয়ার স্ত্রী রওশন আরা বেগম ও সাইদ শেখের ছেলে হাসিব মিয়াকে আটক করা হয়। এদের মধ্যে ৪ নারী রয়েছেন। এ ঘটনায় মহেশপুর থানায় মামলা হয়েছে। অন্যদিকে, বিজিবির মহেশপুর মাটিলা বিওপির সুবেদার খোন্দার আরিফুর রহমান গোপন খবরের ভিত্তিত্বে গোপালপুর মাঠ থেকে মালিক বিহীন বিপুল পরিমাণ গাঁজা ও ফেনসিডিল এবং বাঘাডাঙ্গা বিজিবির হাবিলদার মতিউর রহমান মহেশপুরের বাজারপাড়া মাঠে চোরাকারবারিদের ফেলে যাওয়া সাড়ে ৫ লাখ টাকা মূল্যের ৬ কেজি ৩৮৮ গ্রাম রুপার অলংকার উদ্ধার করে।