প্রতিবেদক, মহেশপুর:
ঝিনাইদহ মহেশপুর সীমান্তে অজ্ঞাত এক নারীর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। মহেশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম জানান, গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলার নেপা ইউনিয়নের বাঘাডাঙ্গা জিনজীরা পাড়া সীমান্তের ঘোনার মাঠের ইছামতী নদী থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহতের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি পুলিশ।
বাঘাডাঙ্গা জিনজীরা পাড়ার ফুল চাষী আরিফুল জানান, প্রতিদিনের ন্যায় মাঠ পরিচর্যা করার জন্য গেলে সেখানে তীব্র দুর্গন্ধ পান মাঠের চাষীরা। খোঁজাখুঁজি করতে গেলে বাংলাদেশের ঘোনার মাঠ ও ভারতের পশ্চিমবঙ্গের নদীয়া জেলার রামনগর বিএসএফ কাম্পের নিকট ইছামতী নদীতে একটি অজ্ঞাত নারীর লাশ ভাসতে দেখে তারা বাঘাডাঙ্গা বিজিবিকে খবর দেয়। এদিকে, মহেশপুর থানার ওসি আরও জানান, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
