চুয়াডাঙ্গা রবিবার , ২২ জুলাই ২০১৮

মহেশপুর ছেলের লাঠির আঘাতে পিতা খুন

সমীকরণ প্রতিবেদন
জুলাই ২২, ২০১৮ ১১:৩২ পূর্বাহ্ণ
Link Copied!

ঝিনাইদহ অফিস: ঝিনাইদহের মহেশপুর উপজেলার বেতবাড়িয়া গ্রামে ছেলের লাঠির আঘাতে পিতা মাহাতাব উদ্দিন (৭০) খুন হয়েছেন। ঘটনাটি ঘটেছে গতকাল শনিবার সন্ধ্যা রাতে। যাদবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবিএম শাহিদুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার যাদবপুর ইউনিয়নের বেতবাড়িয়া গ্রামে মাহাতাব উদ্দিন নামাজ শেষ করে নিজ ঘরে বসে ছিলেন। এ সময় পিতা মাহাতাব উদ্দিনের সাথে পুত্র ইউসুফ আলীর কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে বৃদ্ধ পিতার হাতের লাঠিটি কেড়ে নিয়ে পুত্র ইউসুফ তাকে বেধড়ক পিটাতে থাকে। এ ঘটনায় মাথায় লাঠির গুরুতর আঘাতে পিতার ঘটনাস্থলে তার মৃত্যু হয়। ছেলে ইউসুফ আলী (২২) মানষিক প্রতিবন্ধী বলে তার পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে। প্রতিবেশিরা ইউসুফকে আটকে রেখেছে। মহেশপুর থানার এস আই আলীমুজ্জামান জানান, বিষয়টি তারা জানতে পেরে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছেন ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।