মহেশপুরে ১৩ কেজি গাঁজা ও ১৯৫ বোতল ফেনসিডিল উদ্ধার

প্রতিবেদক, ঝিনাইদহ:
ঝিনাইদহের মহেশপুর থেকে পরিত্যাক্ত অবস্থায় ১৩ কেজি গাঁজা ও ১৯৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। গতকাল শনিবার উপজেলার গোপালপুর গ্রামের মাঠ থেকে স্কসটেপ দিয়ে মোড়ানো অবস্থায় এসব মাদকদ্রব্য উদ্ধার করা হয়। মহেশপুর-৫৮ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। বিজ্ঞপ্তিতে বলা হয়, মহেশপুরের যাদবপুর বিওপির টহল দল গোপন সংবাদের ভিত্তিতে গোপালপুর গ্রামের মাঠে অভিযান চালায়। সেখানে বিজিবির সদস্যরা যাওয়ার আগেই মাদক কারবারিরা স্কসটেপ দিয়ে মোড়ানো অবস্থায় ১৩ কেজি গাঁজা এবং ১৯৫ বোতল ফেনসিডিল ফেলে পালিয়ে যায়। উদ্ধার করা মাদকদ্রব্য ধ্বংস করার জন্য ব্যাটালিয়ন সদরের স্টোরে রাখা হয়েছে।