মহেশপুরে শ্যামকুড় ১৪৩নং নড়াইঘাট সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ভবন সংকট
- আপলোড টাইম : ১২:২৮:৪৭ অপরাহ্ন, সোমবার, ২৬ সেপ্টেম্বর ২০১৬
- / ৩৬১ বার পড়া হয়েছে
মহেশপুর প্রতিনিধি: ঝিনাইদহের মহেশপুর উপজেলার ১৪৩নং নড়াইঘাট সরকারী প্রাথমিক বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয় ১৯৯৬ইং সালে এবং সরকারী করণ হয়, ১লা জানুয়ারী ২০১৩ইং সালে। প্রতিষ্ঠালগ্ন থেকেই স্কুলটির পড়াশুনার মান খুবই ভালো বলে জানা যায়। দুইটি আধাপাকা রুম নিয়ে পরিচালিত হচ্ছে, স্কুলটি প্রায় ২৫০জন ছাত্র-ছাত্রীর জন্য পর্যাপ্ত ক্লাস রুম সংকট থাকায় পড়াশুনার বিগ্নের সৃষ্টি হচ্ছে। বিষয়টি জানতে পেরে আমাদের-এ প্রতিনিধি গত ২৫শে সেপ্টম্বর সরজমীনে নড়াইঘাট বিদ্যালয়ে যান, এবং দেখতে পান কোন ভবন না থাকায় ছাত্র-ছাত্রীদের নিয়ে গাছের ছায়ায় মাদূর পেতে লেখা-পড়া করানো হচ্ছে। এ ব্যপারে প্রধান শিক্ষক আলীমুজ্জামান জানান, আমিসহ মোট ৫ জন শিক্ষক-শিক্ষিকা থাকা সত্ত্বেও স্কুলের কোন ভবন না থাকায় সঠিক ভাবে ছাত্র-ছাত্রীদের লেখা-পড়া করাতে পারছিনা। কোন কোন সময় ঝড়-বৃষ্টিকে উপেক্ষা করে গাছের ছায়ায় ক্লাস করতে হয়। ফলে লেখা-পড়ার মারাত্মক ভাবে বিগ্নের সৃষ্টি হচ্ছে, তিনি আরও জানান শিক্ষকদের বসার জন্য অফিস রুম না থাকায় সরকারী ভাবে অফিসের কার্যক্রম চালাতে বাধা গ্রস্থ হচ্ছি। এ ব্যাপারে শিক্ষক মন্ডলী ও ছাত্র-ছাত্রী, অভিভাবকদ্বয়সহ স্কুল ম্যানেজম্যান্ট কমিটি ও এলাকাবাসী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট শিক্ষার মান অক্ষুন্ন রাখতে বিদ্যালয়ের ভবনের বিষয়ে ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ জানান।